• নরসিংদী
  • শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরের পাঠান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
শিবপুরের পাঠান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা 

হলধর দাস : ওজনে তেল কম দেওয়ায় নরসিংদীর শিবপুরের বান্দারদিয়া পাঠান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার বান্দারদিয়ায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে 'মেসার্স পাঠান ফিলিং স্টেশন' প্রতিষ্ঠান  যায়।  সেখানে গাড়িতে  তেল দেওয়ার সময় ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়ায়  প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা করা হয়  এবং সাথে সাথে তা আদায় করা হয় । 

মঙ্গলবার (২৬ নভেম্বর) শিবপুর উপজেলা প্রসাশন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

জানা গেছে, বান্দারদিয়ায় মেসার্স পাঠান ফিলিং স্টেশনে পেট্রোল প্রতি ৫ লিটারে ২৮০  মি.লি  কম, অকটেন প্রতি ৫ লিটারে  ২০ মি.লি এবং ২টি ডিজেল ডিফেন্ডিং ইউনিটে ডিজেল প্রতি ৫ লিটারে ২০ মি.লি. ও ১০ মি.লি কম পাওয়া যায়। ওজনে কারচুপি করার দায়ে পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) শেখ রাসেল অংশগ্রহণ করেন। এসময় তাকে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান সহায়তা করেন।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ