• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
নরসিংদীতে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:' মাদকমুক্ত সমাজ গড়ি চলো সবাই তায়কোয়ন-দো মার্শাল আর্ট শিখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে সিনিয়র জুনিয়র তায়কোয়ন-দো মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ২০২৪ইং।  শুক্রবার (২০ ডিসেম্বর) আন্তর্জাতিক তায়কোয়ন-দো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন, নরসিংদী জেলা শাখার আয়োজনে এ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে নরসিংদী সদর উপজেলার দড়িনবীপুর এলাকাস্থ গোল্ডেন স্টার পার্কে এ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ওজন ভিত্তিক সিনিয়র জুনিয়র দুটি ক্যাটাগরি অনুষ্ঠিত হয়।

মূলত ১৮ বছরের অধিক বয়সী তবে ৫৫ কেজি ওজনের নিচে যারা সিনিয়র ক্যাটাগরিতে তারা অংশ নিয়েছে। আর জুনিয়র ক্যাটাগরির প্রতিযোগীদের ওজন সর্বোচ্চ ৪৭ কেজি রাখা হয়েছিল। 

অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম ‘র আহবায়ক মাহবুবুর রহমান মনির।

প্রতিযোগিতার উদ্বোধন করেন, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ‘র  সাবেক ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম শেখ (তুলু)। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ‘র পরিচালক রাসেল বিন হাসনাত।

আন্তর্জাতিক তায়কোয়ন-দো অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার প্রশিক্ষক মো. শাজাহান সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজ’র প্রতিষ্ঠাতা ড. মোয়াজ্জেম হোসেন,  এপেক্স ক্লাব অব ভৈরব’র  প্রেসিডেন্ট,  আ. ফ. ম. মুস্তাকিম পান্না ও বাংলাদেশ সেনাবাহিনী’র অবসরপ্রাপ্ত সার্জেন্ট বক্সিং কোচ  মোহাম্মদ বিলাল হোসেন।

সিনিয়র জুনিয়র তায়কোয়ন-দো মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ  প্রতিযোগিতায় দুটি গ্রুপে বিচারকদের রায়ে মোট ১০ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

বিচারকের দায়িত্বে ছিলেন, আন্তর্জাতিক তায়কোয়ন-দো অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার প্রশিক্ষক মো. শাজাহান সম্রাট, প্রশিক্ষক শামীমা আক্তার ও প্রশিক্ষক মো. হিজবুল্লাহ।

প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা হলেন, সিনিয়র ক্যাটাগরিতে- মো. ইমাম উদ্দিন, মো. ইয়াকুব, মো. জামাল,  আবদুল্লাহ ও হাবিবুর রহমান মুকুল।
জুনিয়র ক্যাটাগরিতে- আফরোজা আক্তার, মারুফা আক্তার, সাদ, ইসরাফিল ও সাবেরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুর রহমান মনিরসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের গলায় পুরস্কার হিসেবে স্বর্ণ ও রৌপ্য পদকের মেডেল পরিয়ে দেন।

প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম ‘র আহবায়ক মাহবুবুর রহমান মনির বলেন, তায়কোয়ন-দো মার্শাল আর্ট আত্মরক্ষার বিভিন্ন কলা কৌশল শেখায়। সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে  তায়কোয়ন-দো মার্শাল আর্টের কোন বিকল্প নেই। শুধু সমাজ গঠনেই নয় যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে দুষ্কৃতিকারীদের  আক্রমণ  থেকে মার্শাল পার্ট নিজেকে আত্মরক্ষা করে। আর এই মার্শাল আর্ট  খেলাধুলারই একটা অংশ। খেলাধুলা সবসময় মন ও মস্তিষ্ককে সুস্থ ও মননশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তাই আমি মনে করি  তায়কোয়ন-দো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন, নরসিংদী জেলা শাখা সুস্থ সুন্দর সমাজ গঠনে কারিগর হিসেবে কাজ করছে। সেজন্যে এই সংগঠনটিকে আমি ও কৃতজ্ঞতা জানাই। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ