মাহবুব খান
ঝরা পাতায় ভরে গেছে
আমার ছোট্ট গাঁও,
কিচিরমিচির ডাকছে পাখি
তোমরা শুনে যাও।
ফাগুন হাওয়া দিচ্ছে দোলা
ঝরা পাতা উড়ছে,
গাছের ডালে কোকিল বসে
বসন্তের গান গাইছে।
নানান ফলের মুকুল ঘ্রাণে
উতলা এই মন,
আপন গাঁয়ের মায়ার টানে
কাটুক এ জীবন।