• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

'আর্দশলিপি' বইপড়া লেখকের পাঁচ বই!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৫১ এএম
'আর্দশলিপি' বইপড়া লেখকের পাঁচ বই!

ডেস্ক রিপোর্ট: কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচানের জন্ম ১৯৭৪ সালের ১ জানুয়ারি নরসিংদীর শিবপুরে।

১৯৯৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত  উপন্যাস, গল্প এবং কবিতাসহ মোট পাঁচটি বই প্রকাশিত হয়েছে তাঁর। প্রায় সবগুলো লেখাই ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে তিনটি সম্মাননাও পেয়েছেন।

প্রকাশিত গ্রন্থগুলো হলো, ১. এরই নাম জীবন [উপন্যাস], ২. বাইশে মাঘ [গল্প] ৩. চেনাপৃথিবী অচেনা মানুষ [উপন্যাস] ৪. হঠাৎ একদিন [গল্প] এবং ৫. অবশেষে [কবিতা]। এছাড়া জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় অনেক লেখা ছাপা হয়েছে তাঁর। পেয়েছেন তিনটি সম্মাননা। 

২, ৪ ও ৫ নং বই তিনটি রকমারি ডটকম-এ পাওয়া যাচ্ছে। 

তাঁর লেখাগুলো পড়ে গঠনমূলক আলোচনা সমালোচনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি। 

এদিকে মাসিক সাহিত্য ম্যাগাজিন 'সময়ের খেয়া' সম্পাদনা করছেন তিনি।

উল্লেখ্য, তাঁর প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই। একজনের কাছে 'আর্দশলিপি' বইটি পড়েছিলেন মাত্র।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ