হানিফ রাজা
এলোমেলো জীবন আমার
গেলো হেলা ফেলায়,
তোমার ছোঁয়ায় হয় সজ্জিত
জীবনের মাঝ বেলায়।
তুমি আমার চলার সাথী
তুমি আশার আলো,
তোমার মুখের হাসি হেরি
কাটে সময় ভালো।
তুমি আমার ভালোবাসা
দুই নয়নের মণি,
তুমি আমার চলার পথের
সকল সুখের খনি।
তুমি আমার প্রণয় শিখা
আন্ধার ঘরের বাতি,
তুমি আমার প্রাণ সজনী
জীবন চলার সাথী।
তুমি আমার সুনয়না
ডাকো বারে বারে,
তোমার প্রেমে পাগলপাড়া
হৃদয় আমার কাড়ে।
তুমি আমার প্রেমের কাব্য
বাজাও বাঁশি প্রাণে,
প্রেরণা দাও স্বপ্নময়ী
নিত্য সুরে গানে।
তুমি আমার অর্ধাঙ্গিনী
হাসাও মোরে দুখে,
বৃক্ষরূপের ছায়া দিয়ে
রাখো আমায় সুখে।