• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

ঘরে বাইরে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১১ ফেরুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৪ এএম
কবিতা,  ঘরে বাইরে
ঘরে বাইরে

বিএম বরকতউল্লাহ্

দেড় বছরের ছেলে
বারান্দাতে ফেলে
মামনি তার পরের ছেলের যত্ন-আত্তি করে
ঘরের মালিক বলে
দেখিস কোনো ছলে
কোনোভাবেই ছেলেটি তোর আনবি না এই ঘরে।

অনাহারে বারান্দাতে ঘুমায় নিজের ছেলে
পরের ছেলে খায়না তবু খাওয়ায় ঠেলে ঠেলে।
মুখ ফুটে না মায়ের বুকে দুঃখ করে খেলা
নিজের হাতে নিজের ছেলের এমন অবহেলা!

ঘরে বাইরে এমনই অনেক দেখছি নানান দৃশ্য
এমনই কতো দুঃখ-যাতনা বয়ে চলেছে বিশ্ব।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ