বিএম বরকতউল্লাহ্
দেড় বছরের ছেলে
বারান্দাতে ফেলে
মামনি তার পরের ছেলের যত্ন-আত্তি করে
ঘরের মালিক বলে
দেখিস কোনো ছলে
কোনোভাবেই ছেলেটি তোর আনবি না এই ঘরে।
অনাহারে বারান্দাতে ঘুমায় নিজের ছেলে
পরের ছেলে খায়না তবু খাওয়ায় ঠেলে ঠেলে।
মুখ ফুটে না মায়ের বুকে দুঃখ করে খেলা
নিজের হাতে নিজের ছেলের এমন অবহেলা!
ঘরে বাইরে এমনই অনেক দেখছি নানান দৃশ্য
এমনই কতো দুঃখ-যাতনা বয়ে চলেছে বিশ্ব।