আসাদ সরকার
শিশু থেকে করেন সেবা
মায়ের মতন আছে কে' বা।
দিয়ে মা'র শাড়ির আঁচল
মুছে সন্তানের নয়নের জল।
থাকলে মায়ের আঁচল ছায়া
হয় না অভাব স্নেহ মায়া।
দেখলে মা জননীর মুখটা
ঘুচে যায় গো ভবের দুখটা।
মায়ের মুখের মধুর ভাষায়
খুঁজে পাই গো ভালোবাসা
পূরণ হয় সব স্বপ্ন আশা
জীবনটা হয় সুখের বাসা।
কেউ করে না মায়ের মতন
আদর সোহাগ মায়া যতন।
আঁধার ঘরে মা যে আলো
মাকে অনেক বাসি ভালো।
মা যদি মোর থাকে পাশে
আপদ বিপদ নাহি আসে।
মা যে আমার স্বপ্ন খনি
মা থাকলে-ই আমি ধনী।