নিজস্ব প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলাধীন পলাশ থানা সেন্ট্রাল কলেজের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৯ আগস্ট (সোমববার) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজীর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন কলেজের কো-অর্ডিনেটর জান্নাতুল আম্বিয়া শেলী, পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল হক সুমন, প্রভাষক দীন ইসলাম, শিক্ষার্থী লাবনী আক্তার, সুমাইয়া হোসেন ও জাকিয়া আক্তার সহ আরো অনেকে।
কবিতা আবৃত্তি করেন রিজোয়ানা রশীদ, সুমাইয়া আফরিন, জীম ও অর্ণি। সংগীত পরিবেশন করেন লক্ষী সূত্রধর, সিরাজুম মুনীরা, সিমলা সিংহ, মাহমুদুল হক ও অর্ণি সরকার।
পরে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী বই উপহার দেয়া হয়।