আসাদ সরকার
বর্ষা আসলে বৃষ্টির ঢল
মধুর মাসে পাকছে ফল
গাছের ডালে ডালে,
আম কাঁঠালে মধুর ঘ্রাণে
ভরা গ্রীষ্মের কালে।
গাছের ডালে পাকছে আম
পাতার নিচে দুলছে জাম
এই মধুর মাসে,
আনারসের মিষ্টি সুবাস
বাতাসে তাই ভাসে।
ফলের গন্ধে হারিয়ে যাবো
মনের সুখে গান ধরবো
বনলতার মাঝে,
মিষ্টি ফলের সুবাস পাবো
সকাল কিংবা সাঁঝে।
আম কাঁঠালে সুবাস ভাসে
মধুর মাসে কুটুম আসে
হাতে ফলের ঝুড়ি,
ফলের গন্ধে মনটা খুলে
গান ধরছে বুড়ি।