জাগোনরসিংদী রিপোর্ট: সৃজনশীল সাহিত্য সংগঠন উপমা সাহিত্য সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পেলো নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘাব হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার এ কে এম ফজলুল হক ( সোনা মিয়া মাস্টার)।
অনুষ্ঠানের আয়োজন করেন উপমা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সৈয়দা নাজমুন নাহার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও লেখক ড. মোয়াজ্জেম হোসেন। এতে সভাপতিত্ব করেন সৈয়দ নগর হাইস্কুলের প্রাক্তণ সহকারী প্রধান শিক্ষক বাতেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন, সাহিত্যের সন্ধানে এর শিবপুর উপজেলা কমিটির সভাপতি কবি আনোয়ার হোসেন, শিবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সায়েম খান, আঞ্চলিক কবি নূরুল ইসলাম, কবি সামসুর নাহার প্রমুখ।
অনুষ্ঠানে সোনা মিয়া মাস্টার মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, দেশ ও সাহিত্যের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন।