• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

 ইউপি চেয়ারম্যান হত্যাকান্ডের মাস্টারমাইন্ড রাসেল গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০১ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৩ পিএম
 ইউপি চেয়ারম্যান হত্যাকান্ডের মাস্টারমাইন্ড রাসেল গ্রেফতার 

হলধর দাস: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকান্ডের মাস্টার মাইন্ড এবং মামলার ২নং আসামি রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার(১ জুন,২০২৪) সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার পর এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় আসামি দুই জন। হত্যার কাজে ব্যবহৃত গুলির খোসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া, এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী দুই নম্বর আসামি রাসেল মাহমুদকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। রিমান্ডের পর রাসেল মাহমুদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে হত্যায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিহত মাহবুবুলের ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতানামা ১২ জনকে আসামি করে মাধবদী থানায় অভিযোগ করেন। এরপর নরসিংদী জেলা পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভূক্ত ৬ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে আরও ২ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ