• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদী ও বেলাব এক হাজার দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৬ পিএম
মনোহরদী ও বেলাব এক হাজার দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদী ও বেলাব দুই উপজেলায় এক হাজার অসহায় ও দু;স্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দু;স্থ মানুষদের হাতে ঈদ উপহার তুলে দেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

ঈদ উপহারের মধ্যে ছিলো চাল ১০ কেজি, ২ লিটার তেল, ১ কেজি ডাল,  ১ কেজি পেয়াজ , ২ কেজি আলু ও চিনি। 

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকার্তা হাছিবা খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীরসহ প্রমুখ।

এসময় মুষলধারে বৃষ্টিপাত হতে থাকলেও এই বৃষ্টিকে উপেক্ষা করে সুবিধাভোগী অসায় ও দু;স্থ মানুষেরা ঠায় দাঁড়িয়ে ছিলো। বৃষ্টির কারণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ কেউ কোন রাখতে পারেনি। 

এর আগে দুপুরে উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দু;স্থ মানুষের মধ্যে  ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী   কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনাসহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় বিতরণ করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শেষে উপকারভোগী এই সব অসহায় মানুষগুলোর খুশি যেন ধরে না।  তাদের মধ্যে অনেকেই এসময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ