• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে চোর সন্দেহের প্রতিবাদ করতে গিয়ে পিটুনিতে দুই ভাই নিহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৪ পিএম
পলাশে চোর সন্দেহের প্রতিবাদ করতে গিয়ে পিটুনিতে দুই ভাই নিহত 

হলধর দাস : নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে  দুই ভাই নিহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভাগদীর কুড়াইতলি এলাকায় এই ঘটনা ঘটে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আসাবুদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)। এসময় আহত হয়েছেন নিহতদের পিতা  আসাবুদ্দিন ও মাতা রাবেয়া বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের দিন সোমবার ভোরে উপজেলার ভাগদীর কুড়াইতলি এলাকায় দুই যুবক অটোরিকশার ব্যাটারি চুরি করতে যায়। এসময় টের পেয়ে এলাকার লোকজন হিমেল নামের এক যুবককে ধরে ফেললেও আরেকজন পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন তাকে পিটুনি দিয়ে আটকে রাখে ।  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায়  সাকিবসহ অন্যান্যরা। এসময় তারা ভাগদী এলাকার এক অটো রিকশা চালককে মারধর করে । 
সন্ধ্যায় সাকিব দলবদ্ধভাবে আবার ভাগদী এলাকায় গেলে স্থানীয়দের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এসময় তারা সাকিবকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে  বড় ভাই রাবিক ছোট ভাই সাকিবকে বাঁচাতে গেলে সেও তাদের হাতে আটক হয় । দুই সহোদরকে বেদড়ক পিটুনি ও কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত্যু ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রাকিবকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।

ছেলেদের রক্ষা করতে এগিয়ে গেলে পিতা  আসাবুদ্দিন ও মাতা রাবেয়া বেগম আহত হয়।
তবে স্বজনদের দাবী চোর নয় প্রবাস ফেরৎ রাকিব চাঁদা না দেয়ায় পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 

তারা জানায় নিহত রাকিব ও তার পিতা আসাবুদ্দিন বিদেশে লোক পাঠাতো। তাই দীর্ঘদিন যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একদল দুর্বৃত্ত। কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি। এরই মধ্যে সোমবার (৩১ মার্চ) সকালে  ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হয়। তারা ভাগদীর কুড়াইতলী এলাকায় বেড়াতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর  চোর চোর বলে অতর্কিত হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। খবর পেয়ে তার ভাই রাকিব ও তার মা-বাবাসহ স্বজনরা ঘটনাস্থলে যায়। ওই সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে রাকিব ও তার মা-বাবাকেও এলোপাথারী কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 
নিহতের চাচী হাজেরা বেগম বলেন, এলাকার কিছু দূর্বৃত্ত্ব দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় আজকে ঈদের দিন ঘুরতে গেলে সন্ত্রাসীরা সাকিব ও রাকিবকে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার সাহা বলেন, সাকিব ও রাকিব নামে দুই ভাইকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে সাকিবকে মৃত অবস্থায় এবং রাকিবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। রাকিবের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।  ঢাকা নেওয়ার সময় পথেই সে মারা যায়। তাদের মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সাংবাদিকদের বলেন, চোর সন্দেহে একজনকে ভোরে পিটুনী দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে পূণরায় হামলা-পিটুনীর ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজন ঢাকায় নেয়ার পথে মারা যায়। আমরা তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সুজন চন্দ্র সরকার এর সাথে মঙ্গলবার বিকেল ৫টায় এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। তবে এঘটনায় জিজ্ঞাসাবাদ করতে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এরা হলো: ওসমান,পাবেল ও খবির হোসেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ