শেখ মানিক: নরসিংদীর শিবপুর সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার মোঃ মিজাহারুল ইসলাম জুলাই ২০২১ থেকে জুন ২০২২ পর্যন্ত অর্থবছরে রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছেন । সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, গত অর্থবছরে ৯ হাজার ৮ শত ০৮ আট টি দলিল সম্পাদন করে ৩০,৬৭,৯০,৮৪৩.০০ (ত্রিশ কোটি সাতষট্টি লাখ আটশত তেতাল্লিশ) টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়তে স্বক্ষম হয়েছেন তিনি ।
এব্যাপারে সাব রেজিস্ট্রার মিজাহারুল ইসলাম নাগরিক সেবার মান উন্নয়ন নিশ্চিত করতে এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, শিবপুরের সাব-রেজিস্ট্রার মোঃ মিজাহারুল ইসলাম একজন পাঠকপ্রিয় কবি ও লেখক। তাঁর লেখা ৮টি বই প্রকাশিত হয়েছে।