• নরসিংদী
  • মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে আনোয়ার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
মনোহরদীতে আনোয়ার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা 

মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে পরিমানের চেয়ে পেট্রোল মাপে কম দেওয়ায় আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানায়, নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে সোমবার মনোহরদী উপজেলার সিএজি এন্ড ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনে জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর মাঠ কর্মকর্তা এ এফ এম হাসিবুল হাসান, উপজেলা স্যানিটারি ইইন্সপেক্টর শাহ নেওয়াজ সহ মনোহরদী থানার পুলিশ সদস্যবৃন্দ।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. সজিব মিয়া জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ এই ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অভিযোগ শোনা যাচ্ছিল সাধারণ ক্রেতাদের কাছ থেকে।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ