• নরসিংদী
  • শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

ঈদের এক সপ্তাহ আগে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে : জেলা প্রশাসক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম
ঈদের এক সপ্তাহ আগে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে : জেলা প্রশাসক

হলধর দাস : আসন্ন ঈদুল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতাধীন নরসিংদী জেলার সকল ধরণের কলকারখানা ও প্রতিষ্ঠানে সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির এক সভা বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী'র সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ।

সভায় শ্রম অসন্তোষ ও তা নিরসনের উপায় সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। ঈদের  এক সপ্তাহ  আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের ওপর  অধিক  গুরুত্ব আরোপ করা হয়। 

সভায় গ্যাস ক্রাইসিস সহ বিভিন্ন বিষয় তুলে ধরে গরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মো. রাশেদুল হাসান রিন্টু সিআইপি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক)আবু তাহের মোঃ শামসুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নরসিংদী'র উপমহাপরিদর্শক এ কে এম সালাউদ্দিন,নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ উপস্থিত ছিলেন । 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লা,আমানত শাহ্ গ্রুপের চেয়ারম্যান মোঃ হেলাল মিয়া,নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার সহ অন্যান্য স্টেকহোল্ডারগণ। 

একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষের টাকার ক্রাইসিসের কারণে জমি বিক্রি করে শ্রমিকদের বেতন দেয়ার নজির তুলে ধরে শিল্প মালিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমরা এমন মালিকই চাই যারা শ্রমিকের দুঃখ-দুর্দশা অনুধাবন করতে পারে এবং তাদের চাহিদাও পূরণ করে থাকেন। কারণ, যারা কাজ করে তারা অর্থাৎ শ্রমিকরাই তো আমাদের প্রাণ। সুবিধা-অসুবিধা থাকবেই। আমরা শুনি ব্যবসায়ীদের লোকসান হয়; কিন্তু লাভও তো হয়! লাভ না হলে ব্যবসা থাকতো না। 

অসুবিধা সাময়িক, সুবিধাই বেশী। শ্রমিকরা কাজ করে বলেই প্রতিষ্ঠানের বৃদ্ধি হয়, উন্নতি হয়। অতএব, আমরা চাই ঈদের এক সপ্তাহ আগেই সরকারী নিয়ম মাফিক শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। 
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ