
হলধর দাস : ঈদের আনন্দ শেষে যানজটমুক্ত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যভাবে সব শ্রেণি-পেশার মানুষ যেন ঢাকা—সিলেট মহাসড়ক দিয়ে তাদের নিজ নিজ গন্তব্য নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে নরসিংদীতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা—সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরো কায়স্তের নেতৃত্বে বিআরটিএ'র—সহকারী পরিচালক শেখ মোঃ ইমরানসহ পুলিশের একটি টিম নিয়ে এ ভ্রাম্যমান আদালত বসে।
যাত্রীবাহি বাসে অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত ভাড়া আদায়, নিয়ম না মেনে ওভারটেক, গাড়ীর রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স—টোকেন, ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিট বিহীন বিভিন্ন গাড়ীর মালিক ও চালকদের সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত মামলা এবং জরিমানা আদায় করা হয়।
নানাহ অপরাধে বিভিন্ন গাড়ীর মালিক ও চালকদের মোট ৮টি মামলা করা হয় এবং ২৩,০০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত । এছাড়াও গাড়ির কাগজপত্র ঠিক রেখে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স সম্পন্ন ড্রাইভার দিয়ে গাড়ি চালানো ও যানজট সৃষ্টি না করা সহ বিভিন্ন বিষয়ে গাড়ীর চালকদের সতর্ক করে বেশ কিছু গাড়ী ছেড়ে দেওয়া হয় ।