• নরসিংদী
  • বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

দ্রব্যমূল্য নিয়ত্রণে নরসিংদী চেম্বার নেতাদের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০১ পিএম
দ্রব্যমূল্য নিয়ত্রণে নরসিংদী চেম্বার নেতাদের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা 

হলধর দাস: পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র নেতৃবৃন্দের সাথে স্টেক হোল্ডার এবং ব্যবসায়ীদের  মতবিনিময় সভা হয়েছে। 

এতে বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।  শনিবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী চেম্বার সভাপতি রাশেদুল হাসান রিন্টু'র সভাপতিত্বে চেম্বার ভবনের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় মত বিনিময় সভা উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম  মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল হক ভূইয়া, দেলোয়ার হোসেন দুলাল, নাসির উদ্দিন আহমেদ,আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম, নান্নু আলি খান,আব্দুল আউয়াল, আব্দুল মোতালিব ভূইয়া,রায়হান মিয়া,বাবু চৌধুরী ,  রিগানসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ। 

মত বিনিময় সভায়, ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল,তেল  এসবের দাম কী কারণে বাড়ছে,  কীভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি,  মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।

এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়। পুলিশের স্বল্পতা উল্লেখ করে প্রয়োজনে ভলান্টিয়ার নিয়োগ করা হবে বলে জানান নেতৃবৃন্দ। 
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ