• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম
নরসিংদী বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি

হলধর দাস : নরসিংদী বড় বাজারে একটি  টেইলার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । বুধবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় 'ডায়মন্ড টেইলার্স' এর শোরুমে এ ঘটনা ঘটে। ২য় তলায় অবস্থিত টেইলার্সটির শোরুমে থাকা কাপড় ও তৈরী পোষাক সহ বিভিন্ন মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে ।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে নরসিংদী এবং পরে মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় । তারা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে  টেইলার্সটির ভেতরে আগুন দেখতে পায় পথচারীরা । প্রচুর কাপড় থাকায় মুহূর্তেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা চালায়।
এব্যাপারে নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাপড়ের দোকান হওয়ায় ক্ষতি বেশি হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। টেইলার্সটির মালিক পক্ষকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে  কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করছেন তার জনৈক কর্মচারী ।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ