
নিজস্ব প্রতিনিধি: সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ৭ম বারের মতো নরসিংদীর শিবপুরে ১৩৮টি দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ঈদ সামগ্রীর ব্যাগে ছিল—চিনি: ১ কেজি,সয়াবিন তেল: ১ লিটার, লাচ্চা সেমাই: ২০০ গ্রাম, গুঁড়া দুধ: ২৫ গ্রাম প্যাক, মসুর ডাল: ১ কেজি, পোলাও চাল: ১ কেজি, নগদ অর্থ: ৫০০ টাকা।
প্রবাসীদের উদ্যোগে গঠিত দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনটিকরোনা মহামারিতে হত দরিদ্রদের সাহায্য করা, ফ্রি- চিকিৎসা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে বেগবান করতে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ডেঙ্গুজ্বর প্রতিরোধে মশক নিধন, ফ্রি কুরআন শিক্ষা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ, দরিদ্র মেয়েদের বিবাহ সহায়তা, চিকিৎসা সহায়তা, স্বাবলম্বী প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কুরআন ও হাদিসের বানী সম্বলিত ব্যানার স্থাপন, ফ্রি চক্ষু পরীক্ষা কর্মসূচি ইত্যাদি জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক রবিউল ভূঁইয়া, ত্রাণ ও চিকিৎসা বিষয়ক সম্পাদক বাশার খান ও উপদেষ্টা ফরিদ শিকদার। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অহিদ, মাসুদ খান ও আজিজুল।
স্বেচ্ছাসেবক হিসেবে কর্মসূচিতে অংশ নেন মাসুক ভূঁইয়া, সাজিদ খান, লিজন খান, সৌরভ, সাহেদ, তামিম, শাকিল, নিজামুদ্দিন, মিহির, আসিফ, বাধন, মোজাম্মেল, শহিদ ও ফেরদৌস।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।