• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৮ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২৪ পিএম
নরসিংদীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের লক্ষে  নরসিংদীতে সপ্তাহ ব্যাপী ভূমি সেবার সূচনা করা হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসত ড. বদিউল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে ভুমি সেবা সপ্তাহ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

এসময় অতিথি ও আয়োজকরা জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ হিসেবে নির্ধারণ করেছে । সে জন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ন বিষয়। তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে ভূমি মন্ত্রনালয়ের নির্দেশ এই আয়োজন করা হয়েছে। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহু গুনে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিরম্বনায় পড়তে হচ্ছে না। সপ্তাহ ব্যাপী এই সেবা সপ্তাহে আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ