
স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া (৪৬) ও মো. ইয়াছিন (৩৮) নামে দুইজনকে করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরাণ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সহিদ মিয়া উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর পশ্চিম পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে এবং মো. ইয়াছিন একই গ্রামের রফিকূল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রায়পুরা থানার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বাজারের পিছনের রাস্তা হতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মো. ইয়াছিনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।