• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ১০ ছাত্রলীগ নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর, আদালত চত্ত্বরে মারধর


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম
নরসিংদীতে ১০ ছাত্রলীগ নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর, আদালত চত্ত্বরে মারধর

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে  আদালত। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক নাহিদ নিয়াজী এই আদেশ দেন।

এর আগে সকালে নরসিংদী জেলা কারাগার থেকে তাদের আদালতের গারদখানায় এনে রাখা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতে আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে ছাত্রলীগেন আদালত চত্বরে জয় বাংলা ও  শেখ হাসিনা ফিরবে শ্লোগান দেওয়ায় ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে।  তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ছাত্রলীগের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে আদালতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ও নরসিংদী আইনজীবী সমিতির ভবনে থাকা সাবেক শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মুর্যাীলে ভাংচুর চালায় তারা। এসময় পুলিশ পরিস্থিতি স্বাভাকি করতে আপ্রাণ চেষ্টা চালায়।

পরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে পুলিশি ও ডিবি পাহাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকে আদালতে তোলা হয়।  আদালতে পুলিশ ওই ছাত্রলীগ নেতাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে পূনরায গারদখানায় নেওয়ার সময় পুলিশি বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্রদের আক্রমণের শিকার হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। এসময় কয়েকজনকে মারধর করা হয়।

নরসিংদী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড . আবদুল বাছেদ ভূঁইয়ার নেতৃত্বে আদালতের এপিপি এ্যাড মিজানুর রহমান সরকার, এ্যাড. মাজেদুল হক রুবেল,  এ্যাড. খন্দকার মেহেদী হাসান,, এ্যাড.  আবদুল কাদের ভূঁইয়া টিটু, এ্যাড. জাহিদ হাসান ভূইয়া ও জহিরুল হক জুয়েলসহ আইনজীবীরা রিমান্ড শুনানিতে অংশগ্রহণ নেয়।

নরসিংদী আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাড. খন্দকার মেহেদী হাসান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। আমরা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেয়। 

এর আগে সোমবার (৩ জানুয়ারি) ভোরে নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে পার্শবর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেফতার করে পুলিশ।  পরে তাদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ