
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিক্স ফিল্ডে এর অভিযান পরিচালনা করা হয়। এসময় ইটভাটির যথাযথ কাগজপত্র না থাকায় ইটভাটার কর্তৃপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯ এর সংশ্লিষ্ট ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। এছাড়াও মনোহরদী থানার পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।