• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪৩ পিএম
নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
সন্ত্রাসী হান্নান

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে অস্ত্র ও গুলিসহ মো. হান্নান (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত দেড়টায় উপজেলার শাষপুর-পালপাড়া সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. হান্নান  রায়পুরা উপজেলার সোনাকান্দি পূর্বপাড়ার মৃত দুলু মিয়ার ছেলে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শিবপুরের শাষপুর-পালপাড়া সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি মুদির দোকানের সামনের সড়ক থেকে হান্নানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরকসহ ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । 

গ্রেফতারকৃত ব‍্যক্তি রায়পুরা থানার ১টি মামলায় ৭ বছরের সাজা ওয়ারেন্ট মূলতবী আছে।

জাগো নরসিংদী/শহজু
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ