স্টাফ রিপোর্টার: প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে "আলোকিত নরসিংদী"-এর শিক্ষার্থী সুবিধা বঞ্চিত পথশিশুদের হাতে ঈদের নতুন রঙিন পোষাক বিতরণ করা হয়েছে।
শনিবার(৬ এপ্রিল) নরসিংদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌরপার্কে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী'র সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে পোষাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, একই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া ও নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ।
এসময় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, দৈনিক খোঁজ খবর সম্পাদক মনজিল-এ-মিল্লাত, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক ক্যাশিয়ার জয়নাল আবেদীন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাসেল বিন হাসানাত প্রমুখ।