![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ফাইজুন্নেসা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যুর হয়েছেন। রবিবার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদীর আরশীনগর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজুন্নেসা বেগম রায়পুরা উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া গ্রামের মৃত বশির ডাক্তারের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, স্বামীর বাড়ি রায়পুরার আদিয়াবাদ থেকে নরসিংদী শহরের সঙ্গীতাস্থ তার মেয়ের বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিতে আসেন। রবিবার দুপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে আরশীগর রেল ক্রসিং এলাকায় পৌছলে ঢাকাগামী মালবাহী (পাথর বহনকারী) ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার দেহটি দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃতু বরণ করেন তিনি।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথরবহনকারী ট্রনেটি আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছে। এ সময় রেল সড়ক পারাপার করতে গিয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি বলেও জানান এই রেল পুলিশের কর্মকর্তা।