• নরসিংদী
  • মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার : ২ জন গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৪০ পিএম
নরসিংদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার : ২ জন গ্রেফতার 

হলধর দাস : নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। 

গত রোববার গভীর রাতে ঢাকা—সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব অবৈধ মালামাল  উদ্ধার ও  জড়িতদের গ্রেফ্তার করা হয়। গ্রেফ্তারকৃতরা হলো—হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহের এর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও একই থানার গন্ধবপুর এলাকার শাহনুর রহমান এর ছেলে মসিউর আলম (২২)। 

পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, রায়পুরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশ গোপন তথ্যে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া হতে পিকআপভ্যানে করে অবৈধ মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মাহমুদাবাদ এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ভৈরবের দিক হতে কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেকপোষ্টের কাছাকাছি আসার পর হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে।

এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশী করে গাড়িটির উপরের অংশে রাখা মুরগীর খাদ্যের নীচ হতে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ