বেলাব প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করার কথা বলে সালিশে ডেকে মিয়ে মো. আবু লায়েছ নামে এক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্টকে হত্যার চেষ্ঠার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামে আল ফালাহ নামে স্থানীয় একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে ।
এ ঘটনায় ভুক্তভোগী সাবেক সেনা কর্তকর্তা বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আহত সেনা কর্মকর্তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত সেনা কর্মকর্তার সাথে তারই সৎ ভাই শহীদুল্লাহ ও চাচাত ভাই মৃত সুরুজ মিয়ার ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিরোধের বিষয়টি আপোষ-মিমাংসা করার কথা বলে সুরুজ মিয়ার ছেলে হুমায়ুন কবির রতন তাকে স্থানীয় আল ফালাহ স্কুলে ডেকে নিয়ে যায়। সালিশ চলাকালে সৎ ভাই শহীদুল্লাহ, ভাতিজা শফিকুল, হুমায়ুন কবিরসহ ৫/৬ জন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে সাবেক সেনা কর্মকর্তা আবু লায়েছ মিয়ার উপর হামলা চালা।
এসময় হামলাকারীরা লায়েছ মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোদ্ধ করে হত্যার চেষ্ট চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হামলায় আহত আবু লায়েছ মিয়া বলেন, 'জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করার কথা বলে তারা আমাকে মেরে ফেলার জন্য ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।'
হামলাকারী শফিকুল ইসলাম হামলার ঘটনা অস্বীকার করে বলেন, 'আমরা এ ইউনিয়নের সব। আমাদের বিচার করার মত কোন লোক নেই।'
বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান রাজিয়া সুলতানা বলেন, এ ঘটনায় আগামী রবিবার দিন আরেকটি সালিশ ডাকা হয়েছে। দেখি ঘটনাটি মিমাংসা করতে পারি কিনা।
বেলাব থানার উপ পরিদর্শক (এসআই) তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'হামলার ঘটনাটি তদন্ত করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
বেপ্রধি/শহজু