
স্টাফ রিপোর্টার: অবশেষে নরসিংদী রেলওয়ে স্টেশনের দুর্নীতিবাজ সেই স্টেশন মাস্টার আবু তাহের মুসাকে নরসিংদী থেকে পূবাইলে বদলীর আদেশ দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় পার্সোনেল অফিসার মো. খায়রুল করিম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ জারির কথা জানানো হয়।
পত্রটি সূত্রে জানা গেছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মো. মুসা (গ্রেড ৩) সহ পাঁচটি রেলওয়ে স্টেশন মাস্টারকে বদলী করা হয়েছে। এর মধ্যে আবু তাহের মো. মুসাকে নরসিংদী রেলওয়ে স্টেশনের মাস্টারের পদ থেকে সরিয়ে প্রেষণে: পূবাইল রেলওয়ে স্টেশনের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি নরসিংদী স্টেশনের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় (প্রেষণে) পূবাইলে কর্মরত হরষপুর স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নানকে।
আদেশটিতে আরওবলা হয়েছে, প্রশাসনিক স্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, অন্যথায় ১৩/০৩/২০২৫ তারিখ (পূর্বাহ্ন) হতে তাৎক্ষনিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে। বদলীকৃত উপরোক্ত ব্যক্তিদের বদলীর বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে পত্র উল্লেখ করা হয়।
এদিকে রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মুসার বদলির আদেশটি বিভাগীয় তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক বদলি করা হয়েছে কিনা এ ব্যাপারে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এব্যাপারে স্টেশন মাস্টার আবু তাহের মুসার সাথে কথা বলতে তার ব্যবহৃত দুটি নাম্বারে কয়েক দফা ফোন করেও তাকে পাওয়া যায়নি। ফলে এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মুসা রেলওয়ে জামে মসজিদের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে নিজ ক্ষমতা বলে মসজিদের ইমামকে ছাড়ার নির্দেশ দেয়। শুধু তাই নয় আবু তাহের মুসা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রেলওয়ে মার্কেটের ভাড়ার টাকা নয়ছয় করে অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। আর তার এই সব নিয়ম ও দুর্নীতির পথে বাধা হয়ে দাঁড়ায় নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক ও নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মাহমুদ হাসান চৌধুরী সুমন।
স্টেশন মাস্টার মুসা তার এ পথের কাঁটা সুমনকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে পথ থেকে সরাতে নরসিংদী জেলা প্রশাসক বরাবর তার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে একটি অভিযোগপত্র দাখিল করে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীদের কাছে সুমনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দেয়। ফলে মাহমুদ হাসান চৌধুরী সুমনকে নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদ হাসান সুমনকে দলীয় পদ থেকে বহিষ্কার করে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।