
রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সভা এ অনুষ্ঠিত হয়।
ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদকে সামনে রেখে আগামী ১৫ সারাদেশে ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রাযপুরা উপজেলায় শতভাগ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দীন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিকুনা আক্তার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা ও রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশসহ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দীন মো. জাহাঙ্গীর জানান, রায়পুরা উপজেলার একটি পৌরসভা ও ২৪ টি ২৪ টি ইউনিয়নের ৯২ হাজার ৩৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রং-এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫৭৬ টি কেন্দ্রে সাড়ে এক হাজার ১৫২ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকরা এ কাজে নিয়োজিত থাকবেন।