শিবপুর সংবাদদাতা: নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে হারিস মৃধা (৬০) সহ পাঁচ জনের বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
চাঁদাবাজি মামলাটি করেছেন উপজেলা মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মীরের ছেলে আব্দুর রহিম মীর। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত ফিরোজ মৃধার ছেলে মো: হারিস মৃধা (৬০), মৃত আলী নেওয়াজ মৃধার ছেলে সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, সোহরাব মৃধা ও মো: হারিস মৃধার ছেলে আবদুল্লা মৃধা।
অভিযোক্ত হারিস মৃধা জানান, আব্দুর রহিম মীরের সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই নিয়ে আদালতে একাধিক মামলা করেছিলেন। মামলা নিষ্পত্তি হয়ে গেছে আমার পক্ষে রায় হয়েছে । এখন আর কোন উপায় না পেয়ে আমি সহ পাঁচ জনের নামে ৫ লক্ষ টাকার একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন রহিম মীর। সে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মামলা করেছে সেজন্য আমরা এই মিথ্যে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি করছি।
মামলার ৪ নং সাক্ষী দত্তেরগাঁও ভিটিপাড়া গ্রামের মৃত সিরাজ শেখের ছেলে আবদুল হালিম শেখ জানান, আমাকে না জানিয়ে এই মামলার সাক্ষী করা হয়েছে। চাঁদা দাবি করছেন এ বিষয়ে আমার জানা নেই।
দত্তেরগাঁও ভিটিপাড়া গ্রামের মৃত ইসুব আলীর ছেলে হাবিবুর রহমান জানান, হারিস মৃধার সাথে আব্দুর রহিম মীরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এমন কোন ঘটনা ঘটেনি। এই মিথ্যে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি করছি।
অভিযোগকারী আবদুর রহিম মীর জানান, 'তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করা হয়নি। অভিযোগ সঠিক কি না তা তদন্তে বেরিয়ে আসবে।'