• নরসিংদী
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম
নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ 

হলধর দাস : নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ—সম্পত্তি বিভাগ।  বুধবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। 

এসময় ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক দোকান  ও স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।

তিনি জানান,দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। সকাল ১১ টা থেকে অবৈধ স্থাপনাসমূহতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।  এ অভিযান অব্যাহত থাকবে। 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি এবং জে, এম শাখা) রাজীব দাশ পুরকায়স্ত , রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ