নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে নগদের ৬০ লক্ষ টাকা ছিনতাই মামলার ১৬ লক্ষ টাকা উদ্ধার এবং ৩ জন আসামি গ্রেফতার সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া, চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকার মৃত লিটন মিয়ার ছেলে হৃদয় ও পলাশ থানার ইছাখালী এলাকার মোশারফ এর ছেলে সোলায়মান।
মঙ্গলবার দুপুরে দেড়টায় নরসিংদী পুলিশ সুপার কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৪ এপ্রিল নরসিংদীর রায়পুরায় অজ্ঞাতনামা আসামিরা ফাইনান্সিয়াল সার্ভিস নগদ এর দুই এজেন্টকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে গত ৬ এপ্রিল রায়পুরা থানায় ৩৯৪ পেনাল কোড এর ধারায় রায়পুরা থানায় মামলা নং ০৮ এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শিরপুর কলেজ গেট মোড় হতে ঘটনার সাথে জড়িত হৃদয় ও সোলাইমান মিয়াকে আটক করে এবং তাদের কাছ থেকে নগদের লুষ্ঠিত টাকার মধ্য হতে নগদ ২ লক্ষ টাকা এবং মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে ঘটনার সাথে জড়িত বিধান মিয়াকে আটক করে নগদ ১৪ লক্ষ টাকা সহ মোট ১৬ লক্ষ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।