• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

'আমাদের শিবপুর' গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৬ পিএম
'আমাদের শিবপুর' গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
একজন উপকারভোগী

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে প্রতিবারের মতোই এবারও 'আমাদের শিবপুর' ফেসবুক  গ্রুপের উদ্যোগে ৩শ গরীব-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সম্মানিত সদস্যদের সহযোগিতায় সকলের অংশগ্রহণে ৩শ গরীব-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য এডমিন মডারেটরদের আপ্রাণ চেষ্টায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

উপহার সামগ্রীর মধ্যে ছিল, সুগন্ধি চিনিগুড়া চাল ১কেজি, সোয়াবিন তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, মশুর ডাল আধা কেজি, চিনি আধা কেজি, কিসমিস, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, চিকন সেমাই ১ প্যাকেট, পাউডার দুধ ২ প্যাকেট, আদা, দারুচিনি, জিরা এক প্যাকেট এবং  গোসলের সাবান ১ পিছ।

উল্লেখ্য যে, আমাদের শিবপুর ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত, গরীব দুঃস্থদের মধ্যে  বসতঘর  সংস্কার,  বাথরুম,  টিউবয়েল স্থাপসসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। আর্ত মানবতার সেবা করে ইতিমধ্যে এই ফেসবুক গ্রুপটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে।

মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য 'জাগো নরসিংদী ২৪.কম' অনলাইন পত্রিকার পক্ষ থেকে আমরা তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।   

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ