• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু; বিচার দাবিতে মানববন্ধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৩২ এএম
শিবপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু; বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় নিহত রিনি (৩২) হত্যার বিচার চাইলেন অবুঝ শিশু ও নিহতের স্বজনরা। ডাক্তার ও হাসপাতালের ভুলে এই নারী মৃত্যু’র প্রতিবাদে ও শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়াসহ বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশ নেয়। আজ রোববার বিকেল ৪টার দিকে শিবপুরের সর্ব সাধারনের ব্যানারে কলেজগেইট চত্ত্বরে এ মানববন্ধন কর্মষূচি পালন করেন। মানববন্ধনে ভূল চিকিৎসায় নিহত মায়ের বিচার চেয়েছেন অবুঝ সন্তান। এই সাথে অভিযুক্ত চিকিৎসক ও শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবী জানান নিহতের স্বজনরা।

মানববন্ধন শেষে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। নিহত মারজিনা পারভিন রিনি (৩২) শিবপুর বান্দারদিয়া গ্রামের  বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খানের মেয়ে।

মানববন্ধনে বক্তারা জানায়, ডাক্তার মাসুদ মান্নান জেসনের ভূল চিকিৎসায় রিনি’র মৃত্যু হয়েছে। তার বড় ধরনের কোন সমস্যা ছিলনা। শুধু মাত্র মাথা ব্যাথার করনে হাসপাতালে আসে। তার দেয়া ভূল ইনজেকশন পুশ করার সাথে সাথেই রিনি মৃত্যুর কোনে ঢলে পড়ে যায়। এবং কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। 

নিহতের স্বজনার আরো জানায়, কয়েকদিন পরপর শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল কতৃপক্ষ অবৈধ অর্থ আর ক্ষমতার দাপট দেখিয়ে বার বার পার পেয়ে যায়। আমরা চিকিৎসা ক্ষেত্রে নৈরাজ্য ও অভিযুক্ত চিকিসকের ফাঁসি চাই। এইক সাথে মৃত্যুপুরি এই পপুলার হাসপাতাল বন্ধের দাবী জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিনার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খান,নিহতের স্বামী বাবুল মিয়া, ভাই সুজন খান ,নিহতের ছেলে মিসর,পর্নি বেগম,নাজমুল ভূইয়া,শিবপুর ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশারফ হোসেন,সহ এলাকার  গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ : শুক্রবার বিকেল ৪ টার দিকে মাথাব্যাথা নিয়ে মারজিনা পারভিন রিনি শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাসুদ মান্নান জেসনের তাকে একটি ট্যাবলেট খাওয়ান। ট্যাবলাট খাওয়ার সাথে সাথে তার পেট ব্যাথা শুরু হয়। তখন চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সাথে সাথে রিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরন করেন। হাসপাতালে নেওয়ার পর কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ইনজেকশন পুশ করার পর শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিহত রিনির শরীর খারাপ হয়ে যাওয়ার খবরে রিনির স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ