স্টাফ রিপোর্টার: ইপিআই কার্যক্রম নিয়ে নরসিংদী জেলা পর্যায়ে "এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩" বিষয়ে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫সেপ্টম্বর) নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী'র সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম। সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। এরোগের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল।
"এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন।" এই শ্লোগনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মুন্নী দাস। উপস্থাপনায় তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এইচপিভি টিকা নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করে যাব।
ডা. মাহবুবা সুলতানা বলেন, নরসিংদী জেলার ১৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ৩৮হাজার ৪৩৯ জন মেয়ে শিক্ষার্থীকে টিকা জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ১৫ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসব্যাপী এ কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক মোঃ হুমায়ূন কবির শাহ্,সাবেক সভাপতি নিবারণ রায়,মোর্শেদ শাহরিয়ার, বাদল কুমার সাহা,হলধর দাস,সঞ্জিত সাহা প্রমুখ।