মো. রাসেল মিয়া: স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি এক সাথে, My health, my right ”এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীতে সিভিল সার্জন অফিস নরসিংদী ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদী আয়োজনে সাইটসেভার্স এর সহযোগিতায় ও অর্থায়নে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস২০২৪।
দিবসটি উপলক্ষে সোমবার (৮এপ্রিল) সিভিল সার্জন ডা: ফারহানা আহমেদ এর নেতৃত্বে এক র্যালী অনুষ্ঠিত হয়।পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায়, সিভিল সার্জন ডা: ফারহানা আহমেদ এর সভাপতিত্বে মো: জাহাঙ্গীর হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা হাসপাতালের ডাঃ এ.এন.এম মিজানুর রহমান, বিএমএ নরসিংদী জেলার সদস্য সচিব ড: সাজেদুল হক অপু,ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নরসিংদী প্রতিনিধি ডা: মাহবুবা সুলতানা, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদীর জুনিয়র কনসালটেন্ট তাপস চন্দ্র বিশ্বাস প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস,ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদীর ইনক্লুশন অফিসার আব্দুর রহিম, চিনিশপুর দিপশিক্ষার নির্বাহী পরিচালক সফুরা বেগম মেরি স্টোপস এর ম্যানেজার সালাউদ্দিন প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস নরসিংদী এর মেডিক্যাল অফিসার ডা: মুন্নি দাস, মেডিকেল অফিসার ডা: সঞ্জয় কুমার সাহা, ডা: আশরাফুল ইসলাম অয়ন।
এসময় স্বাস্থ্যসেবা নিয়ে কর্মরত এনজিও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসাপাতাল সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার পর সিভিল সার্জন অফিস নরসিংদীতে দরিদ্র ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত চক্ষু ক্যাম্প উদ্ভোদন করেন সিভিল সিভিল সার্জন ডা: ফারহানা আহমেদ, এই সময় ৬০ জন দরিদ্র ব্যক্তিকে চক্ষু সেবা দেওয়া প্রদান করা হয়।