শরীফ ইকবাল রাসেল: নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এবছর এক লাখ গাছের চারা রোপনের লক্ষ্যে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। “গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলার বিভিন্ন উপজেলা থেকে নার্সারী মালিকদের নিয়ে প্রায় ২২স্টল মেলায় অংশগ্রহন করে।
বিভাগীয় বন কর্মকর্তা মো: সাইদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজল এ খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও সহকারী বন কর্মকর্তা ব্রজ গোপাল রাজবংশী।
সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এবছর সমস্ত জেলায় এক লাখ গাছের চারা রোপনের সিদ্ধান্ত গ্রহন করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন উপজেলার প্রশাসনের উদ্যোগে কাজ শুরু করেছে। তিনি একটি গবেষনার উদৃতি দিয়ে বলেন একটি গাছ ৫০ বছর জীবিত থাকলে প্রায় ৩৪ লাখ টাকার উপকার করে। তাই প্রতিটি মানুষকে তিনটি করে গাছের চারা রোপনের আহবান জানান।
অনুষ্ঠানে সংক্ষপ্তি আলোচনা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে অতিথিগণ মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিয়াম স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।