• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে এলপি গ্যাসের দোকান পরিদর্শন করলেন কমিশন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪৫ পিএম
নরসিংদীতে এলপি গ্যাসের দোকান পরিদর্শন করলেন কমিশন
এলপি গ্যাসের দোকান পরিদর্শন

স্টাফ রিপোর্টার: নরসিংদীর খোলা বাজারে সরকার নির্ধারিত খুচরা মূল্যে এলপি গ্যাস বিক্রি ও সরবরাহ স্বাভাবিক আছে কিনা তা দেখতে সরেজমিন পরিদর্শন করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমীন।

বুধবার (১০ মে) বিকেলে নরসিংদী শহরের বেশ কয়েকটি এলাকার এলপি গ্যাসের পাইকারী ও খুচরা দোকানে আকষ্মিক পরিদর্শনে আসেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান।

এসময় তার সাথে ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনসহ সহকারী কমিশনারগণ।

পরিদর্শণকালে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিকসহ বিভিন্ন দোকানে ১২ কেজি একেকটি এলপি গ্যাস সিরিন্ডার খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা কমে অর্থাৎ ১২’শ ৩০টাকায় বিক্রি হওয়ায় সন্তোশ প্রকাশ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমীন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, 'নরসিংদীসহ দেশের কোথাও এলপি গ্যাসের কোন সংকট নেই। সেই সাথে কোথাও সরকার নির্ধারিত খুচরা মূল্যের বাইরে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিও পরিলক্ষিত হয়নি। তাই জনগণ সস্তিতে আছে।'

তবে এ বিষয়ে কঠোরভাবে বাজার মনিটরিং করছে এনার্জি রেগুলেটরি কমিশন। কোন ব্যত্যয় পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

জাগোনরসিংদী/শহজু

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ