নিজস্ব প্রতিনিধি: 'সাহিত্যের সন্ধানে' বেলাবো উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠাতা পরিচালক আসাদ সরকার এর উপস্থিতিতে কমিটি ঘোষনা করেন সাহিত্যের সন্ধানে এর নরসিংদী জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকন।
বিশিষ্ট কবি ও ছড়াকার, বারৈচা বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি কবি মোঃ মশিউজ্জামান মশি প্রধান উপদেষ্টা, আঞ্চলিক কবি খ্যাত কবি ও ছড়াকার মোখলেছুর রহমানকে উপদেষ্টা, কবি ও ছড়াকার, গীতিকার শফিকুল ইসলাম (ফকির) কে সভাপতি কবি ও লেখক আনোয়ার হোসেন ( আঙুর)কে সাধারণ সম্পাদক, সাহিত্যপ্রেমী উপস্থাপক নূর মোহাম্মদ অভি কে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কবি ও লেখক ওমর মিয়া সানি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার শরীফ সরকার, রায়পুরা উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা হাজী আবু কাউসার, শিবপুর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি কবি ও লেখক আনোয়ার হোসেন, শিবপুর উপজেলা কমিটির সহ সভাপতি নূরুল ইসলাম, শিবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সায়েম খান, রায়পুরা উপজেলার কমিটির সম্মানিত আহ্বায়ক কবিমন কাউছার প্রমুখ।
সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা আদেশ দেন। তিনি আশা করে এই কমিটি গঠনের মাধ্যমে নরসিংদী জেলা সংগঠনিক কাজ এবং সংগঠনটি আর শক্তিশালী হবে।
জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম