• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ : ৩ যুবকের কারাদণ্ড, বহিষ্কার ১ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৫ পিএম
রায়পুরায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ : ৩ যুবকের কারাদণ্ড, বহিষ্কার ১ 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত ৩ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পরীক্ষায় নকল করার অভিযোগে এক পরিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রহিমাহক চেতনা বিকাশ মহিলা কলেজ কেন্দ্রে  রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আজগর হোসেন ভ্রাম‍্যমান আদালত  পরিচালনা করে দন্ডাদেশ ও বহিস্কারের এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, উপজেলার নজরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩১),  মেথিকান্দা গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২০), সায়দাবাদ গ্রামের বাছেদ মিয়ার ছেলে নূর আলম (২৯) কে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(গ) ধারায় শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দ্বীন ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ও নূর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরিক্ষা চলাকালীন সময়ে কলেজের বহিরাগত ৩ জন যুবক পরিক্ষার্থীদের নকল সরবরাহ করতে যায়। পরে পুলিশ সদস্যগণ তাদের আটক করে। এসময় তাদের মোবাইল প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রমাণ মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ