স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তল, চাইনিজ চাপাতি, কুড়াল, ছুরি ও রামদাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ মে) দিবাগত সোয়া ১২টার দিকে শহরের শালিখা এলাকার হেলিপ্যাড মাঠ থেকে ওই ৩ জনকে গ্রেফতার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলার রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের (বর্তমানে ভেলানগর পশ্চিম পাড়ায় থাকে) রাসেল মিয়ার ছেলে এনামুল (২৫), শহরের চৌহালা এলাকার কামরুল ইসলামের ছেলে রিফাত মিয়া (২১) ও শালিধা (কোনাপাড়া) এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাত্রীকালীন ডিউটি অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ জানতে পারেন একটি সঙ্গবদ্ধ দল বিভিন্ন অস্ত্র-শস্ত্র সহকারে ডাকাতি করার উদ্দেশ্যে শালিখা এলাকার হেলিপ্যাডের ভিতর অবস্থান করছেন। এমন সংবাদে নরসিংদী সদর মডেল থানা উপ পরিদর্শক (এসআই) আ. গাফফার পিপিএম বার তার সহযোগী এসআই আজিজুল ইসলাম, এএসআই নাজমুল হোসেন ও এএসআই ওয়াসিম আকরামকে সাথে নরসিংদী হেলিপ্যাড এলাকায় অভিযান চালায়। পুলিশ হেলিপ্যাডের ভিতর প্রবেশ করলে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালাতে থাকে। এসময় এনামুল, রিফাত ও রাকিব নামে তিনজনকে আটক করে পুলিশ।
পরে এনামুলের কোমরে থাকা ম্যাগজিনের ভিতরে লোড করা দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, সিফাতের হাতে থাকা একটি চাইনিজ চাপাতি, রাকিবের কোমর থেকে একটি কুড়ালসহ মাঠে পড়ে থাকা অবস্থায় দুটি ছুরি ও একটি রামদা উদ্ধার করে। আটককৃতদের কাছে হেলিপ্যাড এলাকায় কি করছে এমন কথা জানতে চাইলে তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানায়।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামী এনামুলের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর আরেকটি মামলা দায়ে করা হয়।
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আ. গাফফার পিপিএম বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাত ১২টার দিকে খবর পাই ১০/১২ জনের একটি দল অস্ত্র-শস্ত্র সাথে নিয়ে হেলিপ্যাড এলাকায় অবস্থান করছেন। পরে আমরা সেখানে অভিযান চালালে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।