• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী উপজেলা নির্বাচনকে ঘিরে নেই কোন উত্তাপ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
নরসিংদী উপজেলা নির্বাচনকে ঘিরে নেই কোন উত্তাপ

মো. শাহাদাৎ হোসেন রাজু: প্রথম তিনটি ধাপে নরসিংদীর ৬ উপজেলায় নির্বাচন ঘনিয়ে এসেছে। উপজেলা নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ  ও উত্তাপ নেই নরসিংদীতে। দলীয় প্রতীক না থাকায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নেই কোন উৎসাহ উদ্দীপনা। ভোটারদের মাঝেও অনেকটা হতাশ ভাব।

অন্যান্যবারের মতো এবার প্রার্থীরাও ভোটারদের কাছে খুব একটা যাচ্ছেন না এবং তাদের মূল্যায়ন হচ্ছে না বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

স্থানীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়, তার মধ্যে সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। ইতোপূর্বে এই নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচনের মতো ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা এবং উত্তাপ লেগে থাকত উপজেলা জুড়ে।

চতুর্থ উপজেলা নির্বাচনে নরসিংদীর প্রতিটি উপজেলায় নির্বাচন হয়েছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচন ছিল উৎসবে-আমেজে ভরপুর। অথচ এবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনও জমজমাট ছিল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর সবকটি উপজেলায় তা একেবারেই অনুপস্থিত। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে নরসিংদী সদর ও পলাশ এ দুটি উপজেলায় আগামী ৮ মে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। সে হিসেবে নির্বাচনের আর মাত্র ১৯ দিন বাকী থাকলেও এখনও  উপজেলাগুলোর অনেক সাধারণ ভোটারই জানেনা নির্বাচনে চেয়ারম্যান পদে কারা প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

এবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ায় ডাক-ঢোল পিটিয়ে নিজেদের কর্মীসমর্থকদের নিরবাচ অফিসে আসতে হয়েনি কোন প্রার্থীকেই। তাছাড়ার একনও পর্যন্ত কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী শো-ডাউন হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

নবসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদের জন্য লড়ছেন  এক মহিলাসহ ৩ জন প্রার্থী। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও মূলত: তারা ৩ জনই ক্ষমতাশীয় আওয়ামী লীগ দলীয়। এ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির একজন প্রার্থীসহ ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। বাকী দুজন আওয়ামী লীগ ঘরোনার রাজনীতিতে সম্পৃক্ত রযেছেন। এ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ২১ মে অনুষ্ঠিত হবে। এদিন নরসিংদীর মনোহরদী ও বেলাব এ দুটি উপজেলার ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ২৯ মে অনুষ্ঠিত হবে। এদিন নরসিংদীর শিবপুর ও রায়পুরা এ দুটি উপজেলায় ভোগগ্রহন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট ২৯ মে।

স্থানীয় ভোটার এবং বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থী না থাকা, দলগুলোর নেতাকর্মী  ও সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ দেখা না যাওয়া এবার  নরসিংদী জেলায় উত্তাপবিহীন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সরেজমিনে নরসিংদী, পলাশ, শিবপুর,বেলাব  ও রায়পুরা উপজেলা ঘুরে কোথাও কোথাও  কিছুটা নির্বাচনী আমেজ দেখা যায়। তবেেএবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন দলের মূল প্রার্থীর সাথে একই দলের বিদ্রোহী প্রার্থীর।

এর ফলে নির্বাচনী আমেজের চেয়ে শঙ্কার পরিবেশ বেশি। অবশ্য ক্ষমতাশীন দলের পক্ষ থেকে দলীয় এমপি ও মন্ত্রীদের নির্বাচন বিষয়ে কোন রকম হস্তক্ষেপ কোনপ্রার্থীর নির্বাচনী প্রচারণা অংশ না নেয় সেই নির্দেশ দেওয়া আছে। উপজেলাগুলো ঘুরে সাধারণ ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, এবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই প্রধান প্রতিদ্বন্দ্বী হবে। 

পলাশ উপজেলা ঘোড়াশাল বাজারের ব্যবসায়ী লোকমান হোসেন জানান, উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে তাদের দুজনেরই এলাকায় জনপ্রিয় ও প্রভাবশালী। বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি হওয়া সত্ত্বেও স্থানীয় এমপিও এবং তার পরিবারের সদস্যরা অপর প্রার্থী ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হককে সমর্থন দিচ্ছে। পলাশে এমপি ডা. আনোয়ারুল আশরাফে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতেই তারা শরীফুলকে সমর্থন দিচ্ছে। তাই সুষ্ঠু ভোটের ব্যাপারে আমরা এলাকার সাধারণ ভোটারা শংকিত।

একই শঙ্কার কথা জানিয়েছেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ও নতুন ভোটার ফেরদৌস ভূঁইয়া ও মফিজুর রহমান। এ উপজেরায়ও মূলত প্রতিদ্বন্দীতা হবে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে তারা উভয়ে প্রভাবশালী। 

এদিকে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে এমনটাই জানান।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ