• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মিথ্যা চাঁদাবাজির মামলা থেকে খালাস ছয় আসামি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৬ পিএম
মিথ্যা চাঁদাবাজির মামলা থেকে খালাস ছয় আসামি 
আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার  সাধারচর ইউনিয়নের সৈয়দেরখোলা গ্রামে অবৈধভাবে ডেজার বসিয়ে হাড়িধোয়া নদী থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ফলসি জমিসহ বাড়ী-ঘর ভাঙ্গনের মুখে পড়ে। বালু সন্ত্রাসীদের নিরীহ গ্রামবাসী বাধা প্রদান করলে নরসিংদী পৌরসভার পশ্চিম কান্দাপাড়া হারুনুর রশীদের ছেলে ফজলে রাব্বি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শিবপুর সি আর মামলা নং ৪৭৮/২০২১ইং ১৬/৬/২১

 ৬ জনকে আসামি করে  চাঁদাবাজির মামলা দায়ের করেন। মিথ্যা মামলার শিকার হন ৬ জন নিরীহ গ্রামবাসী। বুধবার(৭সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী ৪র্থ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হক  ৬ জনকে বেকসুর খালাসের রায় দেন প্রদান করেন।

মামলার রায় শুনে গ্রামবাসী বলেন, এই রায় সৈয়দেরখোলা গ্রামের  সকল স্তরের মানুষ প্রত্যাশা করেছিল। আজকের এই রায়ের মাধ্যমে নিরীহ গ্রামবাসী  কলঙ্কমুক্ত হয়েছে। গ্রামবাসী তাদের অনুভূতি প্রকাশ করে বলেন,  'আজ এই রায়ের পর আমরা সবাই খুশি হয়েছি।'

খবুর উদ্দিন  বলেন, মামলাটির রায় যেন সহজে না সে জন্য বারবার রায়ের তারিখ পেছানোর জন্য  কৌশলে আবেদন করা হয়েছিল। আমাকে নানাভাবে বাদীপক্ষ ও মামলার পেছনের হোতারা নাজেহাল করেছে।  অবশেষে আমি ন্যায়বিচার পেয়েছি।

এদিকে নিরীহ গ্রামবাসীর পক্ষে বিজ্ঞ আইনজীবী  আবদুল মজিদ শিকদার  বলেন, 'মামলার রায়ে আমার মক্কেলগণ বেকসুর খালাস পেয়েছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি। আজ আমার সবচাইতে বেশি ভালো লাগছে, আমি নিরীহ গ্রামবাসীদের পক্ষে তাদের বিজয় এনে দিতে পেরেছি।'

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ