স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে আইটি সেক্টরে দক্ষ জনবলের প্রয়োজন। আর এই অগ্রযাত্রায় নারীদের অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে সরকার। ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার যুব মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ পরবর্তী প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে অর্থাৎ আত্মকর্ম সংস্থানের জন্য ল্যাপটপ প্রদান করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় ‘হারপার পাওয়ার প্রজেক্ট এর মাধ্যমে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
জানা যায়, সারাদেশের ৪০ টি জেলায় মোট ১৩০ টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে নরসিংদীর সদর, শিবপুর ও রায়পুরা এই তিনটি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনটি উপজেলার প্রতিটিতে দুইটি ভেনুতে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। ৬ মাসের এই প্রশিক্ষণ কর্মসূচি শেষে আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) নরসিংদীর মসলার উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে জেলার ২৪০ জন সুবিদাভোগি যুব মহিলার ল্যাপটপ প্রদান করা হয়েছে।
নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্মার্ট উপহার ল্যাপটপ প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, নরসিংদী সদর, শিবপুর ও রায়পুরা উপজেলায় প্রত্যেকটিতে ২ টি ভেন্যুতে ৮০ জন করে মোট ২৪০ জনকে চারটি ট্রেডের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখানো হয়েছে। যাতে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারে উন্নতি করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। মূলত তাদেরকে আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশিক্ষণে যে জ্ঞান অর্জন করেছেন সেটাকে কাজে লাগানোর জন্য প্রত্যেককেই একটি করে উন্নত মানের ল্যাপটপ প্রদান করা হয়েছে।
তিনি সুবিদাভোগি এই নারীদের উদ্দেশ্যে বলেন, বাড়িতে যখন সুযোগ পাবেন এই সময়টুকু আপনারা কাজে লাগাবেন। ফ্রিল্যান্সিং বিষয়ে যে জ্ঞান অর্জন করেছে কা কাজে লাগিয়ে আয় রোজগার করলে সংসারের সহযোগিতা হবে ও শান্তি ফিরে আসবে।