• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ২৭ মামলার পলাতক আসামি ডাকাত আপেল গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪১ এএম
নরসিংদীতে ২৭ মামলার পলাতক আসামি ডাকাত আপেল গ্রেফতার 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে আলোচিত ২৭  মামলার ও ১৬ টি গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক শীর্ষ ডাকাত আপেল মাহমুদ (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃত নরসিংদী সদরের ঘোড়াদিয়া পুরানপাড়ার মৃত নওয়াব আলীর ছেলে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে  তথ্য জানিয়েছেন, নরসিংদী অতিরিক্ত পুলিশ  সুপার ( সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। 

তিনি বলেন, গতকাল রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঘেরবাজার এলাকা থেকে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে নরসিংদী থানা পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১ টি ডাকাতি প্রস্তুতি, ৬ টি অস্ত্র, ১টি বিস্ফোরক ও ২ টি মাদক মামলাসহ ২৭ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এরমধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৬ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে একজন শীর্ষস্থানীয় ডাকাত। দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় ছিলো। তাকে আইনি প্রক্রিয়া শেষ কোটে পাঠানো হবে। এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূইয়া প্রমুখ।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ