রায়পুরা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক রায়পুরা অঞ্চলের সদস্যদের মাঝে ফলজ, বনজ ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের চারা বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে রায়পুরা অঞ্চলের গ্রামীণ ব্যাংকের ১০টি শাখায় ৫৮ জন ফিল্ড অফিসারের মাধ্যমে উপজেলায় ফলজ ও বনজ জাতের এক লাখ ১৮ হাজার ৭০০ গাছের চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক রায়পুরা অঞ্চলের এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন ও শাখা ব্যবস্থাপক এম শফিকুল ইসলাম উপস্থিত থেকে সদস্যদের হাতে এ সকল গাছের চারা তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-রায়পুরা আঞ্চলিক অফসির অফিসে সেকেন্ড ম্যানেজার মো. রাসেল মিয়া, ফিল্ড অফিসার আব্দুল বাতেন ও মেরিন সুলতানা প্রমুখ।
এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন এসময়
সাংবাদিকদের বলেন- বর্ষা মৌসুম এখনই চারা লাগানোর উপযুক্ত সময়। তাই আমাদের এ বিতরন কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।