• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
নরসিংদীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

হলধর দাস: নরসিংদীতে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

আলোচনা সভায় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যতে সুষ্ঠু-সুন্দর পরিবেশ বজায় রাখার বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। 

বুধবার(১২জুলাই) নবাগত পুলিশ সুপার
মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) মোঃ শামসুল আরেফিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে,  নরসিংদীতে অপরাধ প্রবনতার চিত্র তুলে ধরেন এবং নরসিংদীকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতার অঙ্গীকার  করেন।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক পলাশ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন, সাবেক সভাপতি মাখন দাস, সাংবাদিক অধ্যাপক সেতারা বেগম, বাদল কুমার সাহা, বিশ্বজিৎ সাহা, একে ফজলুল হক, এম.এ. আউয়াল, হলধর দাস, মোবারক হোসেন, আব্দুল হান্নান ভূইয়া, সঞ্জিত সাহা, আবুল বাশার বাছির, সুমন বর্মন প্রমুখ। 

নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির দর্পণ। আপনাদের জেলায় কাজ করতে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা কোন কঠিন কাজ নয়। প্রায় ২৩ লাখ লোকের বসবাস এ জেলায়। এছাড়াও বাহিরের লোক আছে কয়েক লক্ষ। আর আমার পুলিশের সংখ্যা মাত্র ২৪শত।

তিনি বলেন, তাই পুলিশের সাথে সাংবাদিকদের সমন্বয়হীনতা থাকলে ভাল কাজ করা কঠিন হয়ে যাবে। আমাদের মাঝে  আস্তার সংকট যেন না থাকে।
এ জেলায় কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। আপনারা আমাদের ভাল কাজের ভাল প্রচার করবেন বলে আশা করি। 

উল্লেখ্য, মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম গত ৬ জুলাই নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ