• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৯ পিএম
বেলাবতে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

স্টাফ রিপোর্ট: নরসিংদীর বেলাবতে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাঁধন মিয়া (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করার পর তাকে গ্রেপ্তার করে  পুলিশ।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত বাঁধন মিয়া উপজেলার বেলাব ইউনিয়নের চরবেলাব টানপাড়া গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী একই এলাকার বাসিন্দা ও শিবপুর শহীদ আসাদ সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

মামলার বিবরণে জানা গেছে, ওই কলেজ শিক্ষার্থীর সাথে ৩ বছর ধরে একই এলাকার বাঁধন মিয়ার প্রেমের সম্পর্ক চলছিল। তিন বছরের মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে বাঁধন। এরই মধ্যে ভুক্তভোগী ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরলে তাকে বিয়ে করার জন্য প্রেমিক বাঁধনকে চাপ প্রয়োগ করেন ওই ছাত্রী। বাঁধন বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে বেলাব থানায় মামলা করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, আসামী বাঁধন মিয়া প্রেমের ছলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ